সাকা ও মুজাহিদের রিভিউ শুনানি ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে সাকা ও মুজাহিদের রিভিউ শুনানির দিন ধার্য ছিল। আপিল বেঞ্চ শুনানির দিন ১৭ নভেম্বর ধার্য করেছেন।
একই সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রিভিউ শুনানিতে দেশী বিদেশী আট সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রিভিউ আবেদনটির শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছিলেন।
এর আগে গত ১৪ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পক্ষে মো. শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ চেয়ে আবেদন দুটি করেন।
৩২টি যুক্তি দেখিয়ে জামায়াত নেতা মুজাহিদ ও ১০টি যুক্তি দেখিয়ে রিভিউতে খালাস চেয়েছেন বিএনপি নেতা সাকা চৌধুরী।
গত ২০১৩ সালের ১৭ জুলাই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি।
চলতি বছরের ১৬ জুন মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ওই দিন এ রায় ঘোষণা করেন।
অন্যদিকে ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
এরপর ২০১৩ সালের ২৯ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সালাউদ্দিন কাদেরের পক্ষে খালাস চেয়ে আপিল করা হয়। চলতি বছরের ২৯ জুলাই চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ওই দিন সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহালের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।