সাকার রিভিউ শুনানি পেছাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হয়নি আজ।
মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে সাকা চৌধুরীরর রিভিউ শুনানি বিষয়ে ‘নট টুডে’ আদেশ দেয়া হয়।
এর আগে আজ জামায়াত নেতা মুজাহিদের রিভিউ শুনানি শেষ করেন একই বেঞ্চ। শুনানি শেষে আপিল বিভাগ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানির আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন।
এদিন রিভিউ শুনানির জন্য আপিল কার্যতালিকায় মুজাহিদের আবেদন ২ ও সাকা চৌধুরীর আবেদন ৩ নম্বরে ছিল।
জামায়াত নেতা মুজাহিদের শুনানির পর খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন জানিয়ে বলেন, একটি শুনানি শেষ করেছি। আজকের মতো অন্যটির শুনানি মুলতবি চাইছি। এরপর ‘নট টুডে’ বলে আদেশ দেন আপিল বিভাগ।
আদলতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী এসএম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চীপ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষে আগামীকাল বুধবার এর আদেশের দিন ধার্য করেন আদালত।