সাকার রায়ের প্রতিক্রিয়া : রাজধানীর মতিঝিল ও ফকিরাপুলে বাসে আগুন, হরতাল ডেকেই সহিংস চট্টগ্রাম বিএনপি
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড ঘোষনার পর পরই ঢাকার বেশ কয়েকটি যায়গায় বাসে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে রাজধানী্র মতিঝিল এবং ফকিরাপুল এলাকায় দুর্রৃত্তরা বেশ কয়েকটি বাসে আগুন দেয়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে হরতাল ডেকেই সহিংসতা শুরু করেছে সাকা সমর্থকরা। সকালে চট্টগ্রামে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।এছাড়া সিএনজিতে আগুন, বাস ভাঙচুর করেছে।এসময় তারা রাঙ্গুনিয়ায় ইউএনওর বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে গাড়ি ভাঙচুর এবং কালভার্ট উপড়ে ফেলেছে রাঙ্গুনিয়ার বিএনপি কর্মীরা।
আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ফাঁসির রায় ঘোষণার পরপরই তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে ইউএনও তানভীর আলমের বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
রায় ঘোষণার পরপরই কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। তারা বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে ভাঙচুর করছে। এর আগে ভোরে একটি ব্রিজের পাটাতন উপড়ে ফেলেছে সাকা সমর্থকরা। এছাড়া বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলে সড়ক অবরোধ করা হয় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের উত্তর রাঙ্গুনিয়া এলাকায়।
মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় যুবলীগ, ছাত্রলীগ মোটর সাইকেল র্যালি বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ৬টি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এতে কয়েকজন আহত হয়েছে। রাঙ্গুনিয়াতে সকাল থেকে ৮/১০ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শত শত সমর্থক।
জানাগেছে, মঙ্গলবার ভোর রাতে বিএনপি নেতাকর্মীরা উত্তর রাঙ্গুনিয়ার মরিয়ম নগর শান্তির হাট, বেশ কিছু এলাকার সড়কে গাছ ফেলে রাখে। তারা কুরকুরমাই এলাকায় একটি ব্রীজের কালভার্ট তুলে ব্রীজটি ভেঙে ফেলে। এতে করে ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকালে ইছাখালী এলাকায় বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের ভাগিনা জুয়েলের মালিকানাধীন একটি সিএনজি বেবী টেক্সি পুড়িয়ে দেয় সাকা সমর্থকরা। এছাড়া ভোরে নগরীর কাপ্তাই রাস্তা মাথা এলাকায় আরো ২টি সিএনজি অটো রিক্সা পোড়ানো হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ হাসনাত জানান, সকালে রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে সড়কে ব্যারিকেড দেয় সাকার সমর্থকরা। ৯ টার দিকে উপজেলার ইছাখালী ব্রিকফিল্ড নামক স্থানে নম্বরবিহীন একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শান্তির হাট, গোছরা চৌমুহনী, গোডাউন, রোয়াজার হাট, চন্দ্রঘোনা ও উত্তর রাঙ্গুনিয়ার আলম শাহ পাড়াসহ বিভিন্ন স্থানে সাকার সমর্থকরা সড়কে ব্যারিকেড দেয়। পরে খবর পেয়ে পুলিশ ব্যারিকেড তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এলাকায় যানবাহন চলাচল খুবই কম।
এদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবাইকে তল্লাশি করে সেখানে ঢোকানো হচ্ছে।