সাকার রায়ের প্রতিক্রিয়া হরতাল দিচ্ছে বিএনপি!

01/10/2013 11:02 amViews: 12
images hortal

চট্টগ্রাম: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির ফাঁসির রায় দেয়া হয়েছে। এ অবস্থায় বিএনপি দলীয় অবস্থান পরিষ্কার করতে যাচ্ছে।

আদালতে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ বিষয়ে কথা বলবেন।

সাকা চৌধুরীর ফাঁসির রায় হওয়ায় বিএনপি হরতালের মতো কর্মসূচিও দিতে পারে বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে চট্টগ্রাম বিএনপির নেতাদের পার্টি অফিসে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসে জড়ো হচ্ছেন।

দুপুর ২টার পরপরই কেন্দ্রীয় নির্দেশে স্থানীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে। এরইমধ্যে বিএনপি অফিস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ-বিজিবি মোতায়ন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছিুক ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা জানান, দুপুর ১২টার সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসনে ফোন করে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে অবস্থান নিতে নির্দেশ দেন। কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি আসবে তা পালন করতে চট্টগ্রামের নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা জানান তিনি।

Leave a Reply