সাকার ফাঁসির রায় বরিশালে আনন্দ মিছিল : মিষ্টি বিতরণ
বরিশাল সংবাদদাতা ॥ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ ঘোষণা হওয়ার পর পরই বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছে সাংস্কৃতিক সমন্ময় পরিষদের নেতৃবৃন্দরা। পরিষদের সমন্ময়ক সৈয়দ দুলাল, সভাপতি কাজল ঘোষ ও সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে সাকার রায় ঘোষণার পর গৌরনদীতে মিষ্টি বিতরণ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। সংগঠনের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।