সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ

31/12/2015 7:26 pmViews: 5
সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ
 
সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ
যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের রায় পুর্নিবিবেচনার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলে এক প্রশ্নের জবাবে টেলিফোনে তিনি বলেন, রায়ের অনুলিপির জন্য আবেদন করা হয়েছে। অনুলিপি হাতে পাওয়ার পর রিভিউ করা হবে। এক্ষেত্রে নির্ধারিত ১৫ দিনের মধ্যেই রিভিউ করতে হবে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এরপর সাঈদী আপিল করলে গতবছর ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।

Leave a Reply