সাঈদীর রায়ের আপিল শুনানি শুরু

24/09/2013 7:57 amViews: 9

image_64518_0ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার সাঈদীর পক্ষে করা এক সপ্তাহ সময়ের আবেদন খারিজ করে দেয়ার পর শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রধান সমন্বয়ক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান উপস্থিত ছিলেন। আসামিপক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে।
একাত্তরে গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইটি অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।

Leave a Reply