সাঈদীর উপযুক্ত শাস্তি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

12/01/2016 4:35 pmViews: 7
সাঈদীর উপযুক্ত শাস্তি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
 
সাঈদীর উপযুক্ত শাস্তি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী যে অপরাধ করেছেন তার উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। মঙ্গলবার সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ইব্রাহিম কুর্দি থেকে বিশাবলী হত্যার দায় থেকে সাঈদী অব্যাহতি পেতে পারেন না। এই দুই অভিযোগের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল।
তিনি বলেন, সাঈদী একজন জনবিদ্বেষী লোক ছিলেন। ১৯৭১ সালে পাকবাহিনী যখন অপরাধে মত্ত ছিল তখন সাঈদী তাদের সহযোগী হিসেবে হাত বাড়িয়ে নানা কুকর্মে মত্ত হয়েছেন। আমাদের মূল আইনগত যুক্তি হচ্ছে, ট্রাইব্যুনাল যে দণ্ড দিয়েছে তা বহাল রাখা হোক।

Leave a Reply