সাঈদীর আমৃত্যু কারাবাস রায়ের রিভিউ করবে রাষ্ট্রপক্ষ
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাবাসের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরই এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, আমি শুরু থেকে বলে আসছি, সাঈদীর আমৃত্যু কারাবাসের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে।
গত ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৬১৪ পৃষ্ঠার আমৃত্যু কারাবাসের রায় প্রকাশ করে। রায় প্রকাশের পরই আসামি পক্ষ জানিয়েছিল তারা সাঈদীর খালাস চেয়ে রিভিউ পিটিশন দায়ের করবে আপিল বিভাগে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগণকে রিভিউ পিটিশন দায়ের করতে হয়।