সাঈদীর আপীলের শুনানি ১২ নবেম্বর পর্যন্ত মুলতবি

08/10/2013 6:57 pmViews: 14

image_64518_0স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেয়া মৃত্যুদ-ের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপীলের শুনানি আগামী ১২ নবেম্বর পর্যন্ত মুলতবি করেছে সুপ্রীমকোর্ট। এদিকে, যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনাল থেকে দেয়া ৯০ বছর দ-ের বিরুদ্ধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের আপীলের ‘সার সংক্ষেপ’ আগামী ৫ নবেম্বরের মধ্যে জমা দিতে আসামি পক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বেঞ্চ আদেশ দুটি দেন।
সাঈদী ॥ গত ২৪ সেপ্টেম্বর মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দায়ের করা আপীল আবেদনের শুনানি শুরু হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে তাকে ওই দ- দেয়া হয়। আরও ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ দেয়ায় সেগুলোতে কোন দ- দেয়নি আদালত।
এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপীল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াত নেতার শাস্তি চেয়ে আপীল করে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপীলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়। আপীলে এ পর্যন্ত আসামিপক্ষ রায় পড়া শেষ করার পাশাপাশি প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য ও জেরা উপস্থাপন করছে।
আগামী ১১ অক্টোবরের পর উচ্চ আদালতে ঈদ ও দুর্গাপুজার ছুটি শুরু হবে। ছুটির পর আদালত খুলবে আগামী ৩ নবেম্বর। ছুটির সময় উচ্চ আদালতে জরুরী বিষয়গুলো শুনানির জন্য হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ থাকে। আপীল বিভাগে চেম্বার বিচারপতি বসলেও রেওয়াজ অনুসারে অবকাশে পূর্ণ কোন বেঞ্চ বিচারিক কাজ করে না।
গোলাম আযম ॥ একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছর দ-ের বিরুদ্ধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের আপীলের ‘সার-সংক্ষেপ’ জমা দিতে আরও সময় দিয়েছে আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ সার-সংক্ষেপ জমা দেয়ার জন্য ৫ নবেম্বর নতুন তারিখ নির্ধারণ করে দেন।
এদিন রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহায়তা করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ ইকরামুল হক টুটুল। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পরে ইকরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষের আপীলের সার-সংক্ষেপ জমা দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) আসামিপক্ষকে ৪ সপ্তাহ সময় দিয়েছে আপীল বিভাগ। তাদের আগামী ৫ নবেম্বরের মধ্যে ওই সার-সংক্ষেপ জমা দিতে হবে।
অপরাধ বিবেচনায় ‘সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য’ হলেও ‘বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায়’ গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ৫ আগস্ট বেকসুর খালাস চেয়ে দ-ের বিরুদ্ধে আপীল করেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম। একাত্তরে যুদ্ধাপরাধীদের হোতা গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি চেয়ে গত ১২ আগস্ট আপীল করে রাষ্ট্রপক্ষ।

Leave a Reply