সাংবিধানিক কাঠামোর মধ্যেই কাশ্মির সমস্যার সমাধান: মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাশ্মির নিয়ে আলোচনার অবশ্যই একটি স্থায়ী সমাধান থাকতে হবে। তিনি বলেন, একার পক্ষে সকল সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই সমাধান বের করার কথাও জানিয়েছে দিল্লি সরকার।
সোমবার দিল্লিতে জম্মু ও কাশ্মিরের বিরোধী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাশ্মির সংকট সমাধানের জন্য সংলাপ অবশ্যই চালিয়ে যেতে হবে। আর সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই এ সকল সমস্যার স্থায়ী সমাধান দিতে হবে।’
গত একমাস ধরে রাজ্যে যে অস্থিরতা বিরাজ করছে তার সমাধান দিতে কেন্দ্র একটা রাজনৈতিক উদ্যোগের কথা বিবেচনা করছে বলেও জানান মোদী।
জম্মু-কাশ্মিরের কংগ্রেস প্রধান গোলাম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমত হয়েছেন যে, পরিস্থিতির উন্নয়ন সবকিছু নয়। এজন্য সংলাপ চালিয়ে যেতে হবে। আর সংলাপের পথ ধরেই সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে।
উল্লেখ্য গত মাসে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মিরে কারফিউ চলছে। ইতিমধ্যে ৪৫ দিন অতিক্রম করেছে কারফিউ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৭০ জন নিহত ও ৫ হাজার লোক আহত হয়।
সম্প্রতি সেখানে সেনাবাহিনীর বেধড়ক পিটুনিতে এক স্কুল শিক্ষক নিহত হলে পরিস্থিতি আবার নাজুক হয়ে পড়ে। বিচারের দাবিতে তারা রাজপথে নামে। অবশ্য সেনাবাহিনী পরে দায় স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছে। সূত্র: এনডিটিভি