সাংবাদিক প্রবীর সিকদারের জামিন
তথ্য ও প্রযুক্তি আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক প্রবীর সিকদারকে জামিন দিয়েছেন ফরিদপুরের ১নং আমলি আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রবীর সিকদারকে ১নং আমলি আদালতে হাজির করা হয়। এরপর তার আইনজীবীরা জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোঃ হামিদুল ইসলাম একজন আইনজীবীর জিম্মায় তাকে জামিন দেন।
এর আগে মঙ্গলবার প্রবীর সিকদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে কোতয়ালী থানা পুলিশ মঙ্গলবার রাতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার সকালে পুলিশি কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে প্রবীর সিকদারকে আবার আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে রিমান্ড শেষ হওয়ার আগেই আদালত তার জামিন মঞ্জুর করেন।
এদিকে জামিন মঞ্জুরের পর সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জামিনের কপি নিয়ে জেলগেটে যান। এরপর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সাংবাদিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৬ আগস্ট তথ্য ও প্রযুক্তি আইনে ফরিদপুরে প্রবীর সিকদারের বিরুদ্ধে একটি মামলা হলে তাকে ঢাকা থেকে আটক করা হয়।