সাংবাদিকদের ২০ ক্যাটাগরিতে পুরস্কার দেবে ডিআরইউ গ্রামীণফোন
স্টাফ রিপোর্টার ॥ বিশ ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং এ্যাওয়ার্ড কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে গ্রামীণফোনের সৌজন্যে তাদের সদস্যদের মধ্যে প্রিন্ট, টেলিভিশন, রেডিও ও অনলাইন চার ধারার সাংবাদিকদের শ্রেষ্ঠ রিপোর্টের জন্য এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি এ্যাওয়ার্ডের মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার টাকা, সঙ্গে একটি সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয়া হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ ও গ্রামীণফোন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
সাংবাদিকদের পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে ডিআরইউ তাদের সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য প্রতিবছর এ এ্যাওয়ার্ড প্রদান করে থাকে। গত বছর ৮ ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্মেলনে জানানো হয়, এ্যাওয়ার্ড প্রদানের জন্য গ্রামীণফোন ২০ লাখ টাকা অনুষ্ঠান আয়োজনের অর্থ সহায়তা দেবে। আগামী নবেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোন দিন ডিআরইউ কর্তৃপক্ষ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ এ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করবে। সংবাদ সম্মেলনে ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, এ্যাওয়ার্ডের জন্য ঘোষিত ২০ বিষয়ের মধ্যে প্রিন্ট রিপোর্টিংয়ে ১৪, ইলেক্ট্রনিক রিপোর্টিংয়ে ৪টি, অনলাইন ও রেডিও রিপোর্টিংয়ে জন্য ১টি করে এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে প্রিন্ট রিপোর্টিংয়ে মুক্তিযুদ্ধ, অবজেকটিভ ইকোনমিক, নারী ও শিশু অধিকার, পরিবেশ ও প্রকৃতি, সংস্কৃতি, আর্থিক খাত, জ্বালানি খাত, খেলাধুলা, কৃষি, অপরাধ ও আইনশৃঙ্খলা, সংসদ, জনশক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং যোগাযোগ বিষয়ক রিপোর্টে এ্যাওয়ার্ড দেয়া হবে। টেলিভিশন রিপোর্টিংয়ে মানবাধিকার, অপরাধ, সুশাসন ও দুর্নীতি এবং নারী ও শিশু বিষয়ক রিপোর্টে। অনলাইন রিপোর্টিংয়ে আইন ও বিচার বিষয়ক এবং রেডিও রিপোর্টিংয়ে সামাজিক সমস্যা বিষয়ক রিপোর্টে পুরস্কার দেয়া হবে। প্রতিটি বিষয়ের শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এ জন্য রিপোর্টারকে আগামী ১ অক্টোবর ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত রিপোর্ট আগামী ৭ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিতে হবে। প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে রিপোর্টের মূলকপিসহ ৫টি কম্পোজ করা কপি জমা দিতে হবে। মূল কপি থেকে সংশ্লিষ্ট মিডিয়ার হাউসের সম্পাদক, বার্তা সম্পাদক অথবা প্রধান প্রতিবেদকের সত্যায়িত স্বাক্ষর থাকতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও মিডিয়া হাউসের নাম উল্লেখ থাকতে পারবে না। টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্ট সিডিতে জমা দিতে হবে। সে সঙ্গে রিপোর্টিং সংবাদ পাঠকের পঠিত সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) ৫ কপি লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে। রিপোর্টটি অবশ্যই ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেলে প্রচারিত হতে হবে। খামের ওপর রিপোর্টের বিষয় উল্লেখ করতে হবে। মূল রিপোর্টের সঙ্গে পাসপোর্ট সাইজের ২টি ছবিসহ সংক্ষিপ্ত বায়োডাটা জমা দিতে হবে। অন্যথায় রিপোর্ট বাতিল বলে গণ্য হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী, সহসভাপতি জিয়াউল কবির সুমন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমীদ আজিজুল হক প্রমুখ।