সাংবাদিকদের সাথে ইইউ কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা

03/05/2023 4:18 pmViews: 5

mzamin

৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন সাংবাদিকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন ড. বার্নড স্পেনিয়ার ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা উক্ত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।

ওই বৈঠকে আলোচনার বিষয় ছিল গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র। সাংবাদিকদের মধ্যে টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান, বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম, প্রথম আলোর ইংরেজি বিভাগের প্রধান আয়েশা কবির ও কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজ, ইংরেজি দৈনিক ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস, বার্তা সংস্থা ইউএনবি’র বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

Leave a Reply