সাংবাদিকদের সাথে ইইউ কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা
ওই বৈঠকে আলোচনার বিষয় ছিল গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র। সাংবাদিকদের মধ্যে টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান, বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম, প্রথম আলোর ইংরেজি বিভাগের প্রধান আয়েশা কবির ও কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজ, ইংরেজি দৈনিক ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস, বার্তা সংস্থা ইউএনবি’র বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।