সাংবাদিককে মারধরকারী চিকিৎসক বরখাস্ত

14/05/2014 9:17 pmViews: 3

 

 

ঢাকা,১৪ মে: প্রথম আলোর সংবাদকর্মী শিশির মোড়লের উপর হামলার ঘটনায় অভিযুক্ত চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করেছে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) বিজয় কুমার স্বাক্ষরিত এক বিবৃতি এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শিশির মোড়লের ওপর অশোভন আচরণের ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুঃখিত ও মর্মাহত। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অধ্যাপকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের বাইরে থাকা হাসপাতালের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply