‘সহিংসতার পক্ষে নয় ইইউ’

01/11/2013 6:29 pmViews: 8

Eu_flag_7প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত উইলিয়াম হানা বলেছেন, বাংলাদেশে কখনোই রাজনৈতিক সহিংসতার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন নয়। এখন যা চলছে তা গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা। বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মেলা প্রাঙ্গণে সর্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উইলিয়াম হানা এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থানের যে সংস্কৃতি প্রচলিত আছে, তা অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা উত্তরণে কোনো বিদেশি শক্তির দরকার নেই, বাইরের লোকের দরকার নেই। বাংলাদেশ নিজেই এ সমস্যার সমাধান করতে পারবে।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা করে বলেন, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ কিছু ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা হচ্ছে আত্মীয়ের। এই সম্পর্কে দায় এবং দায়িত্ব থাকে। তাই আমার স্বীকার করেতে দোষ নেই, অনেক সময় এই দায়িত্ব পালনে আমরা সফল হতে পারিনি।

সন্দীপ চক্রবর্তী বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভারতের বিশেষ কোনো সম্পর্ক নেই। শুধু দেশের মানুষের সঙ্গে সম্পর্ক আছে। যারা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে বলেও মনে করেন এই কূটনীতিক।

Leave a Reply