সহযোগিতা না করলে ‘খবর আছে’: আনিসুল

24/01/2016 8:00 pmViews: 13
সহযোগিতা না করলে ‘খবর আছে’: আনিসুল
যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

তিনি বলেন, ‘আমি এতে সবার সহায়তা চাই। যে কো-অপারেট করবে না, তার খবর আছে।’

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে এ সব কথা বলেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, নগরবাসী সচেতন না হলে একজন মেয়র একা বা কিছু কর্মকর্তা-কর্মচারী এবং কাউন্সিলরদের দিয়ে বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব নয়। সর্বস্তরের নগরবাসীর এ কাজে সক্রিয় অংশগ্রহণ দরকার।

আর নগরবাসীর মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমকে সক্রিয়ভাবে পাশে থাকার আহ্বান জানান আনিসুল হক।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘আপনার পরিকল্পনা অনেক সুন্দর। আমরা যথাসময়ে এগুলোর বাস্তবায়ন দেখতে চাই।’

ডিএনসিসির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফাইন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোজাম্মেল হোসেন, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বণিক বার্তার সম্পাদক দেওয়ান মো. হানিফ, বার্তা সংস্থা ইউএনবির বার্তা সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

Leave a Reply