সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় মেসি, কোচ সিমিওনে

02/04/2019 11:27 amViews: 9

সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় মেসি, কোচ সিমিওনে

সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় মেসি, কোচ সিমিওনে
ফাইল ছবি

কোন ফুটবলার সবচেয়ে দামী? কার বেতন কত? এসবও একটা বড় আগ্রহের জায়গা ভক্তদের। সম্প্রতি সবচেয়ে বেশি সম্মানি পাওয়া খেলোয়াড় ও কোচের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। সেই তালিকায় খেলোয়াড়দের মধ্যে সবার উপরে স্বাভাবিকভাবেই বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। কোচের তালিকায় শীর্ষে রয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদ বস দিয়েগো সিমিওনে।

সর্বোচ্চ আয়ের খেলোয়াড়ের তালিকা:

১. লিওনেল মেসি (বার্সেলোনা): ১৩০ মিলিয়ন ইউরো

২. ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস): ১১৩ মিলিয়ন ইউরো

৩. নেইমার (পিএসজি): ৯১.৫ মিলিয়ন ইউরো

৪. এন্টনি গ্রিজম্যান (অ্যাতলেটিকো মাদ্রিদ): ৪৪.৫ মিলিয়ন ইউরো

৫. গ্রেথ বেল (রিয়াল মাদ্রিদ): ৪০.২ মিলিয়ন ইউরো

সর্বোচ্চ আয়ের কোচের তালিকা:

১. দিয়োগো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ): ৪১.২ মিলিয়ন ইউরো

২. হোসে মরিনহো (সাবেক ম্যান ইউ): ৩১ মিলিয়ন ইউরো

৩. থিয়েরি হেনরি (সাবেক মোনাকো): ২৫.৫ মিলিয়ন ইউরো

৪. পেপ গার্দিওয়ালা (ম্যান সিটি): ২৪.১ মিলিয়ন ইউরো

৫. আর্নেস্তো ভালভারদে (বার্সেলোনা): ২৩ মিলিয়ন ইউরো

সূত্র: মার্কা

Leave a Reply