‘সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকেই শেখ হাসিনা মনোনয়ন দেবেন’

26/01/2018 5:20 pmViews: 4
‘সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকেই শেখ হাসিনা মনোনয়ন দেবেন’
 
‘সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকেই শেখ হাসিনা মনোনয়ন দেবেন’
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা  কোনোভাবেই সহ্য করা হবে না। কোন্দল পরিহার করে নির্বাচনে অংশ নিন। জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকেই শেখ হাসিনা মনোনয়ন দেবেন।
শুক্রবার মানিকগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিকে নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। বিএনপি এখন নালিশ পার্ক। আন্দোলনের ডাক দিয়ে তারেক জিয়া লন্ডনে অবস্থান করেন। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। জনগন থেকে বিচ্ছিন্ন বিএনপি। ঘরে বসে শুধু মিথ্যাচার করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড.সাহারা খাতুন এমপি, অ্যাড. আব্দুল মান্নান, উপদেষ্টা মণ্ডলির সদস্য মুকুল বোস, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সদস্য আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক, মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুছ ছালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

Leave a Reply