সর্বপ্রথম কুকুর পোষ মানানো হয় ইউরোপে

06/01/2014 8:43 amViews: 8

পৃথিবীর সবচাইতে প্রভুভক্ত প্রাণীর নাম বললে অনেকে নিশ্চয় কুকুরের নাম বলবেন। তবে প্রশ্ন আসতে পারে, কি করে কুকুর মানুষের বশে এলো? কোন সময়টাতে কুকুর মানুষের বশ্যতা স্বীকার করে নিলো?

নতুন এক গবেষণায় জানা গেল, কুকুরের পোষ মানানোর প্রক্রিয়া শুরু হয় ইউরোপে।

কুকুরের পূর্বপুরুষ ছিল নেকড়ে। প্রাণীটির আবির্ভাব নেকড়ে থেকে এই বিষয়ে বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত ছিলেন। তবে ঠিক কোন সময়টাতে কুকুরের গৃহপালিতকরণ চলে সেটা বিজ্ঞানীদের বের করা মুশকিল ছিল। একই সাথে এর ভৌগলিক অবস্থানটাও বিতর্কিত ছিল সবসময়। এই বিতর্ক বহু দিন যাবত চলে আসছিল। নানা বিতর্ক কে পেছনে ফেলে ডিএনএ অনুসন্ধান করে প্রমাণ মিললো সঠিক তথ্য। বিজ্ঞানীরা শক্ত যুক্তি খুজে পেয়েছেন যা প্রমাণ করে, ইউরোপেই মানুষ সর্বপ্রথম কুকুর পোষ মানাতে শুরু করে।

সম্প্রতি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব টুর্ক এর অধ্যাপক ওলাফ থ্যালম্যান এর নেতৃত্বে থাকা গবেষণা দল চমকপ্রদ তথ্য দিয়েছে। তারা প্রাচীনতম নেকড়ে এবং কুকুর সদৃশ প্রাণীর জীবাশ্মর ডিএনএ এবং বর্তমান কুকুর এবং নেকড়ের ডিএনএর অন্ত্যমীল তুলনা করে প্রাণীদের ভৌগলিক অবস্থান বের করতে সক্ষম হয়েছেন। থ্যালম্যান এর গবেষণা দলটি দাবি করেছে, ইউরোপই ছিল কুকুর গৃহপালিতকরণের আদিভূমি।

 

Leave a Reply