সর্বত্র ক্ষোভ, কাজের আগেই বিল উত্তোলন : গৌরনদীতে পরিত্যক্ত বাড়ির জন্য সরকারি অর্থে কার্পেটিং সড়ক নির্মান

09/10/2013 12:17 pmViews: 35

1 (4)গৌরনদী সংবাদদাতা: বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর সদরের জনগুরুতপূর্ণ একাধিক সড়কের বেহালদশা থাকা সত্বেও সরকারি অর্থে এক ব্যবসায়ীর পরিত্যক্ত একটি বাড়ির জন্য কার্পেটিং সড়ক নির্মান করা হচ্ছে। কাজ সম্পন্নের পূর্বেই পে-অর্ডারের মাধ্যমে পুরো কাজের বিল তুলে নেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর আগে ওই পরিত্যক্ত বাড়িতে যাতায়াতের জন্য সরকারি অর্থে একটি ব্রিজ নির্মান করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মনগড়া এ সিদ্ধান্তের কারনে উপজেলার সাধারণ জনগন, সাত ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঢাকার বায়তুল মোকারম মসজিদ মার্কেটের চশমা ব্যবসায়ী ওই গ্রামের মোঃ বাবুল বেপারীর পরিত্যক্ত একটি বাড়ির জন্য ২০১২-১৩ অর্থবছরের এডিবি’র অর্থায়নে ৮ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি সময়ে কার্পেটিং সড়ক নির্মানের কাজ শুরু করা হয়। এরপূর্বে ২০০৪-০৫ অর্থ বছরে ১০ লক্ষ ৭০ হাজার ৯১০ টাকা ব্যয়ে এলজিইডি’র অধীনে পরিত্যক্ত ওই বাড়িতে মাঝে মধ্যে যাতায়াতের জন্য ভেন্ট বিশিষ্ট একটি বক্স কালভার্ট নির্মান করা হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, ৬’শ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্তের কার্পেটিং সড়কের কাজটি অতিসম্প্রতি শুরু করা হয়। কাজ সম্পন্নের পূর্বেই পে-অর্ডারের মাধ্যমে পুরো কাজের বিল তুলে নেয়া হয়েছে। কাজের ঠিকাদার গোলাম রাসেল মিয়া জানান, বৃষ্টির কারনে সড়কের কার্পেটিংয়ের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। বৃষ্টি কমলেই কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হবে। এ ব্যাপারে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাবুল জানান, ব্যবসায়ী বাবুল বেপারী বছরে দু’একবার দেশে বেড়াতে আসেন। এছাড়া তার বাড়িটি প্রায় বারো মাসই পরিত্যক্ত অবস্থায় থাকে। অপরদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান একক সিদ্ধান্ত নিয়ে মনগড়া ভাবে কাজ করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে। তারা খুব শীঘ্রই উপজেলা পর্যায়ের সরকারি সকল কর্মসূচী বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এধাধিক চেয়ারম্যানেরা জানান, প্রয়োজনে তারা আরো কঠোর কর্মসূচী হাতে নেবেন। সরকারি অর্থায়নে পরিত্যক্ত একটি বাড়ির জন্য কার্পেটিং রাস্তা নির্মানের বরাদ্দ দেয়ার ব্যাপারে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহআলম খানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তা বন্ধ পাওয়া যায়। একটি পরিত্যক্ত বাড়ির জন্য সরকারি অর্থে কার্পেটিং রাস্তা নির্মানের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যানের একক সিদ্ধান্ত।

Leave a Reply