সরে দাঁড়ালেন ভ্যান প্রাগ, সুবিধা প্রিন্স আলীর

21/05/2015 8:19 pmViews: 3

সরে দাঁড়ালেন ভ্যান প্রাগ, সুবিধা প্রিন্স আলীর

 

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাইকেল ভ্যান প্রাগ। ফিফার প্রেসিডেন্ট নির্বাচন হবে ২৯ মে। বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী এ সংস্থার প্রেসিডেন্ট পদে লড়ার কথা ছিল বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার, প্রিন্স আলী বিন হুসাইন, ভ্যান প্রাগ ও পর্তুগালের সাবেক ফুটবলার লুইস ফিগোর। তবে ভ্যান প্রাগ সরে দাঁড়ানোয় এখন প্রতিদ্বন্দ্বিতা তিনজনের মধ্যে। কিন্তু মূল লড়াইটা ব্লাটার ও প্রিন্স আলীর মধ্যে হবে বলেই মনে করা হচ্ছে। আর নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভ্যান প্রাগ ফিফার প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ানোয় তাদের দু’জনের মধ্যের লড়াই আরও জমে উঠবে। ফিফার ২০৯ সদস্য দেশের ভোটে সংখ্যাগরিষ্টতা অর্জন করতে হবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। ইউরোপ ছাড়া বাকি মহাদেশগুলোতে বর্তমান প্রেসিডেন্ট ব্লাটার ভোটে এগিয়ে থাকবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ভ্যান প্রাগ সরে দাঁড়িয়ে প্রিন্স আলীকে সমর্থন দিয়েছেন। এতে ব্লাটার বনাম-প্রিন্স আলী লড়াইটা আরও জমজমাট হয়ে উঠলো। ভ্যান প্রাগ তার সরে দাঁড়ানো এবং প্রিন্স আলীকে সমর্থন দেয়ার কথা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন।

Leave a Reply