সরাইলে যাত্রীবাহী বাস পানিতে : ১ জনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া, ২৬ মার্চ : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তরিকুল (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার সরাইলের বেড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসী ও পুলিশের সহায়তায় উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, সিলেটে হযরত শাহজালাল (রহ.)’র মাজার জেয়ারত শেষে গাড়িটি গাজীপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেকের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে।