সরকার সুন্দরবন ধ্বংসের পায়তারা করছে : এরশাদ

28/09/2013 6:05 pmViews: 13

Jhenidah-Arshed-Photo3ঝিনাইদহ সংবাদদাতা : সরকারের সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ বলেন রামপাল বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র করে সরকার সুন্দরবন ধ্বংস করার পায়তারা করছে। বিদ্যুত্ কেন্দ্র তৈরী করার জন্য দেশে অনেক জায়গা আছে। বিশ্বের এই দর্শনীয় স্থানটি ধ্বংস করার কোন প্রয়োজন নেই।

শনিবার বিকেল ৪টায় স্থানীয় ওয়াজির আলী হাইস্কুল মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্রের চর্চাও নেই। নির্বাচন পদ্ধতির পরিবর্তন ছাড়া এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি বলেন, দুই দলকে মানুষ এখন আর চায় না। তারা পরিবর্তন চায়। আর এই পরিবর্তন ঘটাবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে জনগণের আশা পূরণ করবে। আমরাই পারব মানুষকে মুক্তি দিতে।

এরশাদ বলেন, দেশে আইন ও বিচার বলে কিছুই নেই। গায়ের জোরে দেশ চলছে। আগামীতে জাতীয় পাটি এক নম্বর দলে পরিনত হবে। সে দিন আর বেশি দুরে নেই বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি অংশ নেবে না। আগামীতে তিনি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে গণতন্ত্রের চর্চা হবে এবং মানুষের জানমালের নিরাপত্তা থাকবে।

তিনি আরো বলেন, দেশের অন্যতম রপ্তানিখাত গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। গার্মেন্টসে ৪০ লক্ষ মহিলা কাজ করে। তাদের সর্বনিম্ন মজুরি মাত্র ৩ হাজার টাকা। আর এজন্যই তারা আন্দোলনে নেমেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে।

গণজাগরণ মঞ্চের সমালোচনা করে এরশাদ বলেন, এই সরকারের আমলে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরী করে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আমি তখন বলেছি, এসব নাস্তিকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হওলাদার এমপি, সাবেক প্রধান মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, কোষাধ্যক্ষ মেজর খালিদ আক্তার (অব.) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক মনিকা আলম। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন জেলার ও স্থানীয় জাতীয় পাটির নেতৃবৃন্দ।

Leave a Reply