‘সরকার সাড়া না দেয়ায় জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হয়েছে’
নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন দুই দলের প্রতিনিধিকে নিউ ইয়র্কে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার তাতে সাড়া না দেয়ায় চলমান সংকট সমাধান হয়নি। আজ সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমরা শুরু থেকেই সংকট সমাধানে সংলাপের কথা বলে আসছি। আমরা এ ব্যাপারে আন্তরিকও। কিন্তু সরকারের সাড়া না পাওয়ায় সব উদ্যোগ ব্যর্থ হয়ে গেছে। সবশেষ জাতিসংঘ মহাসচিবের উদ্যোগও ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের কারণে।’
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সংবাদ সম্মেলন করে ‘দুই দলকে জাতিসংঘে আহ্বান করা হয়নি’ বলে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘আব্দুল মোমেন সাহেবের এ বক্তব্য দুঃখজনক। জাতিসংঘের অধিবেশনে দুই দলের প্রতিনিধিকে আহ্বান করা হয়নি ঠিক, কিন্তু অধিবেশন চলাকালে সংকট সমাধানে আলোচনার জন্য দুই দলের প্রতিনিধিকে সেখানে ডাকা হয়েছে, যাতে আওয়ামী লীগ সাড়া দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো, একটি গুরুত্বপূর্ণ পদে থেকে আব্দুল মোমেন এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকবেন।’
জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন তাতে দেশের চলমান সংকট সমাধানে সুস্পষ্ট সুপারিশ থাকবে বলেও আশা করেন মির্জা ফখরুল।