সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: ফখরুল

21/10/2022 10:37 pmViews: 3

বিএনপির খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, রাস্তায় রাস্তায় বাধা, হামলা হচ্ছে। পথে পথে যেখানে দেখবে সেখানে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপির ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে করে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। তারা বিএনপিকে সভা-সমাবেশ করেত দিতে চায় না। গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। পরিকল্পিতভাবে তারা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।

উল্লেখ্য, আগামীকাল খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। গতরাত থেকে জেলার অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী জেলার সঙ্গে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে বিপাকে পড়েছেন বহু মানুষ।

Leave a Reply