সরকার সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়: ফখরুল

14/04/2023 11:33 amViews: 18

আওয়ামী সরকার সন্ত্রাসের অবাধ বিস্তারের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলম ঝাপড়াকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন। মহাসচিব বলেন, দেশ থেকে বিরোধী দল ও মতকে উৎখাত করে নব্য বাকশালী শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার সুদূরপ্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আওয়ামী অবৈধ সরকার তাদের লালিত সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও জখমের মতো অপকর্মের মাধ্যমে দেশকে এক অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে নিক্ষেপ করেছে। একদলীয় শাসনের আস্বাদন চিরকাল ভোগ করার অলীক স্বপ্ন বাস্তবায়ন করতেই সন্ত্রাসীদের দ্বারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া গতিতে জুলুম ও সন্ত্রাস। তিনি বলেন,  জনসমর্থন শূন্যের কোটায় আঁচ করতে পেরেই ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে দেশব্যাপী তাণ্ডব সৃষ্টির এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে-দুঃশাসনকে দীর্ঘায়িত করা। ভয়াবহ দুঃশাসন ও গণবিরোধী বিভিন্ন সিদ্ধান্তের কারণে ক্ষমতাসীনরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই। রফখরুল আরও বলেন, ক্ষমতাসীনরা আইনের শাসন, সুবিচার, জনগণের গণতান্ত্রিক অধিকারসহ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা ছাড়াও মানুষের জীবনপ্রদীপ নিভিয়ে দিতেও কুণ্ঠিত হচ্ছে না। এরা দেশের মানুষের নিরাপত্তায় বিশ্বাস করে না বলেই মানুষের শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা হরণ করেছে।

আলম ঝাপড়াকে নির্মম কায়দায় হত্যার মাধ্যমে অমানবিকতা ও নিষ্ঠুরতার আরেকটি কুনজির স্থাপন করা হলো। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বর্তমান শাসকগোষ্ঠীকে স্মরণ করিয়ে দিতে চাই যে, যুগে যুগে নিষ্ঠুর শাসকরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, আপনাদের পতনও এখন সময়ের ব্যাপার মাত্র। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত আলম ঝাপড়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। অবিলম্বে আলম ঝাপড়া’র হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা বিএনপির: এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তার মরদেহে এ শ্রদ্ধা জানানো হয়।

 শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব শোক বইতে স্বাক্ষর করেন। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মরহুম জাফরুল্লাহ চৌধুরী সবসময়ই বাংলাদেশ এবং এ দেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখেছিলেন। একজন অসাধারণ দেশপ্রেমিক, সাহসী, সৎ এবং নির্ভীক মানুষ ছিলেন তিনি। কোনো অন্যায়ের প্রতিবাদে পিছপা হননি। সত্যিকার অর্থে রাষ্ট্রকে একটি মানবকল্যাণ রাষ্ট্রে ও মানবকল্যাণ সমাজ নির্মাণে তিনি সারাটি জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। তার চলে যাওয়া আমাদের যে অপূর্ণ ক্ষতি, তা কখনো পূরণ হওয়ার নয়। আমরা তাকে স্যালুট জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. আবদুল কদ্দুস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply