সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ: এরশাদ
সোমবার সকালে বনানীর নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, দলীয় ছত্রছায়ার কারণে প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। তাই প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে।
সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে এরশাদ বলেন, দেশে আজ কারো জান মালের নিরাপত্তা নেই। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ।
বিদেশী নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের মদদ আছে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে তথ্য থাকতে পারে। আমাদের কাছে নেই। তবে এ হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেশে কোনো আইএসের সদস্য নেই বলেও মনে করেন এরশাদ।
উল্লেখ্য, গতকাল সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই বিদেশী নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের মদদ আছে।
হাজিদের দূর্ভোগের জন্য বাংলাদেশ বিমানকে দায়ী করে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী চাইলে এ সমস্যা সমাধান সম্ভব।
এদিকে সংবাদ সম্মেলনে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এরশাদ। তিনি মেডিকেল পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের দুটি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় পার্টির পক্ষ থেকে এসময অভিনন্দন জানান এরশাদ।
















