তিনি বলেন, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার বিরোধী রাজনৈতিক শক্তি এবং জনগণকে ভয় দেখিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু এভাবে ভয় দেখিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার ও ক্ষমতাসীন দল কতটা সন্ত্রস্ত তা কুমিল্লা এবং বনানীতে হামলা থেকে বোঝা যায়।

তিনি আরও বলেন, আন্দোলনের গণজোয়ার ঠেকানোর ক্ষমতা সরকার ও তার দোসরদের নেই। বিশ্বের কোনো গণতান্ত্রিক শক্তি এই সরকারের পক্ষে নেই।