‘সরকার বিএনপির ইফতার মাহফিল ভেঙে দিচ্ছে’

04/06/2017 11:20 amViews: 7
‘সরকার বিএনপির ইফতার মাহফিল ভেঙে দিচ্ছে’
 
‘সরকার বিএনপির ইফতার মাহফিল ভেঙে দিচ্ছে’

ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণ তাদের সঙ্গে নেই। এখন সরকার সারা দেশে বিএনপির ইফতার মাহফিল ভেঙে দিচ্ছে। কোথাও কোথাও অনুমতি দিচ্ছে না, কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজস করে পুলিশ চড়াও হচ্ছে, আক্রমন হচ্ছে।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
শুক্রবার কেরানীগঞ্জের মসজিদে বিএনপির ইফতার মাহফিল আওয়ামী লীগ  ভণ্ডুল করার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ধরনের আক্রমন বা বাধা প্রদান শুধুমাত্র রাজনৈতিক দলের ওপর আক্রমন নয়, ধর্মীয় অনুষ্ঠানের ওপরও এই সরকার আক্রমন করছে। যাকে আমরা মনে করি যে, মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আমরা সরকারের এহেন প্রতিবন্ধকতা ও আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি।
ওই ঘটনার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের কেরানীগঞ্জের বাড়িতে হামলার বিষয়টি উল্লেখ মির্জা ফখরুল বলেন, আমানউল্লাহ আমান একজন প্রতিথযশা রাজনীতিবিদ, ডাকসুর ভিপি ছিলেন। তার বাড়িতে আক্রমন হয়েছে। এই থেকে বুঝা যায়, কোনো দলের রাজনৈতিক নেতা বা কর্মী কেউই এখন নিরাপদ নয়, যখন আমান সাহেবের মতো নেতারাও আজ নিরাপদ থাকছেন না।
সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান, আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুল করীম শাহিন, শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply