সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎদিতে অঙ্গীকারাবদ্ধ : প্রতিমন্ত্রী

29/02/2016 11:42 amViews: 7
সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎদিতে অঙ্গীকারাবদ্ধ : প্রতিমন্ত্রী
 
সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎদিতে অঙ্গীকারাবদ্ধ : প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করছেন। বিগত সরকারের আমলে ২৪ ঘণ্টায় ১৪-১৫ বার লোডশেডিং হতো, আমরা সেই লোডশেডিং বন্ধ করেছি।
শনিবার রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্দ্রা গাঁতি গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ কর্মসূচির আওতায় বাজুবাঘা ইউনিয়নের ঢাকাচন্দ্রা গাঁতি, কারিগরপাড়া, মুজিব নগর, মালিয়াদহ, আরাজি চাঁদপুর, কিশোরপুর এবং তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গ্রামে ২৮৪টি আবাসিক ও তিনটি দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করেন। এতে ৩০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার  বিতরণ লাইন নির্মাণ এবং ৭টি  ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত সরকার দেশে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যে কাজ করছে জনগণ তার সুফল ভোগ করতে শুরু করেছে। সরকারের উন্নয়নের এ ধারাকে বাঁধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। কিন্তু কোন বাঁধাই উন্নয়নের এ ধারাকে দমিয়ে রাখতে পারবে না।
বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক মো. আশরাফুল ইসলাম, বাঘা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বাঘা জোনাল অফিসের সহকারী ম্যানেজার মাজহারুল ইসলাম বাদুলসহ দলীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এর আগে প্রতিমন্ত্রী ২১ লাখ ৭৪ হাজার ৪৪১ টাকা ব্যয়ে ইউসুফপুর ইউনিযনের বাদুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আকতার হোসেন, চারঘাট পৌরসভার মেরামতপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. জাহানারা বেগম এবং চারঘাটের রাওথা গ্রামের বীর মুক্তিযোদ্ধা  মো. নূরুল ইসলাম তাদের জন্য নির্মিত বাড়ি উদ্বোধন করেন। এ সময় চারঘাট থানা আওয়ামী লীগের সভাপতি মো. আনোযার হোসেন, সাধারণ সম্পাদক  মো. ফখরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলমাস হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply