সরকার নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

21/11/2023 6:18 pmViews: 4

সরকার নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঅভিবাসন একটি জটিল ইস্যু। তবে বৈশ্বিক জিডিপির ১০ শতাংশই আসে অভিবাসন খাত থেকে। সরকার সব সময় নিরাপদ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-জিএফএমডি ১৪তম সামিট উপলক্ষে জাতীয় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনীরুস সালেহীন বলেন, জলবায়ু ঝুঁকির ফলে দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে অভিবাসী বাড়ছে। দেশের মধ্যে জলবায়ু ঝুঁকি প্রবণ এলাকায় কর্মীদের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও বাংলাদেশে আইওএম মিশন প্রধান আবদুসাত্তোর ইসব।

Leave a Reply