সরকার টেলিভিশনে হাসিমুখে কথা বললেও বাস্তবতা ভিন্ন

তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে ফেলেছে। তাই সবাইকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অগ্নিসেনা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধু সভা সেমিনারে এবং কনফারেন্সে বক্তব্য দিয়ে লাভ নেই। ২০ দলীয় জোট এবং জোটের বাইরে যেসব দল রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে। এই অবৈধ সরকারকে বিদায় নিতে বাধ্য করতে হবে।