‘সরকার গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে’

11/10/2013 7:01 pmViews: 12

Rafiqul-islam-miahপ্রতিবেদক : নির্বাচন না করার ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে সরকার দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ তুলে ধরেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সাংবাদিক সাগর-রুনি মিলনায়তনে দেশপ্রেমিক নাগরিক পার্টির উদ্যোগে ‘দেশে সংঘাত ও গৃহযুদ্ধের আশঙ্কা, মানবাধিকার পরিস্থিতি ও রাজবন্দির মুক্তি’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

রফিকুল ইসলাম মিয়া বলেন, সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ২৪ অক্টোবর সংসদের শেষ দিন। অথচ এখনো সরকারি দলের উপদেষ্টা ও সিনিয়র সংসদ সদস্যরা ২৪ অক্টোবরের পরও সংসদ চালিয়ে যাওয়ার কথা বলছেন। এ থেকে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে- আগামী নির্বাচন আদৌও হবে কিনা।

তিনি বলেন, এহেন তত্পরতা থেকে আমরা আশঙ্কা করছি, সরকার ইচ্ছাকৃতভাবে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন না করার ষড়যন্ত্র করছে। সরকারের উপদেষ্টা ও সরকারি দলের সিনিয়র নেতাদের বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে গেছে।

গত বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্তের ২৪ জানুয়ারি পর্যন্ত অধিবেশন চালানোর বক্তব্যের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ক্ষমতাসীন দলের সিনিয়র সংসদ সদস্যদের এই বক্তব্যই প্রমাণ করে, বিএনপির জনপ্রিয়তা দেখে সরকার নির্বাচন করতে চাচ্ছে না। তারা নানা কলা-কৌশল ও চক্রান্ত করছে।

নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ প্রতিষ্ঠান অভিহিত করে তিনি বলেন, তারা সরকারের একটি গোয়েন্দা সংস্থার নির্দেশে বিএনএফ নামে একটি ভুঁইফোঁড় সংগঠনকে নিবন্ধন দিতে যাচ্ছে।

সংগঠনের চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ হেলেন জেরিন খান, মো. হানিফ ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply