‘সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে ঢাকায় আসে তারা’

14/06/2016 4:55 pmViews: 7
‘সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে ঢাকায় আসে তারা’
 
‘সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে ঢাকায় আসে তারা’
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করার পর ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, শীর্ষ নেতাদের নির্দেশে তারা ঢাকায় সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে আসেন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গ্রেফতারকৃতরা  হলেন- মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।
মনিরুল ইসলাম আরো বলেন, গোপন সংবাদে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুসাদের সঙ্গে বৈঠক করে যেভাবে সরকার পতনের সড়যন্ত্র করেছিলেন, আনসারুল্লাহর এ দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা থেকে রাজধানীতে এসেছিলেন। তারা স্লিপার সেলের জন্যও অর্থ সংগ্রহে এসেছিলেন।

Leave a Reply