সরকার উদ্যোগ নিলেই হরতাল প্রত্যাহার করবেন খালেদা

11/11/2013 8:02 pmViews: 10

khaledazia-221420প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, সরকার সমঝোতার উদ্যোগ নিলে বিরোধীদলীয় নেতা তাত্ক্ষণিক হরতাল প্রত্যাহার করবেন। সোমবার বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করার পর একথা বলেন কাদের সিদ্দিকী।

সোমবার রাত সাড়ে ৮টায় বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে দুই দলের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে। আধাঘণ্টার এ বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতার কাছে আমাদের অনুরোধ ছিল হরতাল প্রত্যাহারের। তিনি আমাদের জানিয়েছেন, সরকার সঙ্কট নিরসনে উদ্যোগ নিলেই তাত্ক্ষণিক হরতাল প্রত্যাহার করা হবে।

কী ধরনের উদ্যোগ নেয়ার কথা বিরোধী নেতা ইঙ্গিত করেছেন— জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, উদ্যোগটা হচ্ছে মন্ত্রীদের পদত্যাগপত্রসহ প্রধানমন্ত্রী নিজেই যদি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার পদক্ষেপ নিতেন তাহলে সেটিই হতো ভালো। তাতে তার (প্রধানমন্ত্রীর) পদ চলে যেত না; কিন্তু তিনি তা করেননি।

কাদের সিদ্দিকী বলেন, শুনেছি বিরোধীদলীয় নেতার বাসার পানি বন্ধ করে দেয়া হয়েছিল। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। তাকে সহমর্মিতা জানাতে আমরা এসেছিলাম।

মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়াকে ‘নাটক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ নাটক করার দরকার ছিল না। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদের ৯০ দিন আগে সরকারের পদত্যাগ করা উচিত ছিল। আমি মনে করি, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই ১৬ কোটি না হোক ১২ কোটি মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যাবে।

তিনি আরও বলেন, আমি সকালে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছিলাম তিনি যেন সঙ্কট সমাধানে উদ্যোগ নেন। তার মতো প্রবীণ রাজনীতিবিদদের এ সময়ে মুখ বুজে থাকা সমীচীন হবে না।

তিনি অভিযোগ করে বলেন, সংসদের মেয়াদের ৯০ দিন আগে সরকারের পদত্যাগ করার কথা। এরপর রাষ্ট্রপতি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের জন্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালনের অনুরোধ জানানোর বিধান সংবিধানে আছে। আমরা মনে করি সংবিধানের প্রদত্ত বিধান লঙ্ঘন করার জন্য একদিন মহাজোট সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান বলেন, জাতি সঙ্কট সমাধানে উদগ্রীব হয়ে আছে। আমরা এ রকম অবস্থার অবসান চাই। বিরোধীদলীয় নেতা আমাদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, সরকারই পারে বর্তমান সঙ্কটের সমাধান দিতে।

এর আগে জি-নাইনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিক রেহমান প্রতিনিধি দলে ছিলেন। তিনি তার ৭৯তম জন্মদিন উপলক্ষে বিরোধীদলীয় নেতাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply