সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই বরফ গলবে: মির্জা ফখরুল

05/07/2017 8:56 pmViews: 7
সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই বরফ গলবে: মির্জা ফখরুল
 
সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই বরফ গলবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন নিয়ে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, সমঝোতার মাধ্যমেই তার বরফ গলবে বলে আমরা আশা করছি। সবকিছুরই শেষের দিকে ভালো কিছু আসে। বরফ একদিনে নাও হতে পারে, আবার নাও গলতে পারে। তবে আমরা আশাবাদী যে বরফ গলতে হবে। শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে। আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতার রাস্তা বের হবে। তবে এই সংকট থেকে উত্তরণ না ঘটলে এর সকল দায়-দায়িত্ব দায় ক্ষমতাসীনদের ওপর বর্তাবে।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপিতো বিরোধী দল হলেও সংসদে নেই। বিএনপির পক্ষ থেকে সরকারকে বারবার সংলাপের কথা বলা হয়েছে। এখন আলাপ-আলোচনার পথ ঠিক করতে হবে সরকারকে। এদেশের ইতিহাসে রাজনৈতিক সংকট নিয়ে বহুবার আলোচনা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগে আইয়ুব খান, ইয়াহিয়া খানের সঙ্গে নেতারা গোল টেবিল বৈঠক করেছেন। বহুদিন পর্যন্ত তখন আলোচনা করেছেন। এখন কেন হবে না?
তিনি বলেন, সরকারের পদক্ষেপ বুঝতে পারছেন না। সরকার মুখে নির্বাচনের কথা বললেও বিরোধীদলের কার্যক্রমে বাধা দিচ্ছে। সরকারি দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। সরকার মুখে নির্বাচনের ধোঁয়া তোলার চেষ্টা করছে। একটা আবহ তৈরি করতে চাচ্ছে। কিন্তু অন্য দিকে গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলকে সুযোগ সুবিধা ভোগ করারা যে অধিকার দিতে হবে তার কোন লক্ষণই দেখছি না। উপরন্তু আমরা দেখতেছি যারা ভিন্ন মত পোষণ করছে,সরকারের কাজের সমালোচনা করে তাদের উপর অত্যাচার নির্যাতন আরো বেড়েছে। সরকার এখনো নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করেনি। বিএনপি দলের কথা বলছে না। গণতন্ত্রের জন্য বলছে। এখন যা করার সরকারকে করতে হবে। তিনি বলেন,তারা কি এ দেশকে ইরাক, আফগানিস্তান বানাতে চায়? কিন্তু তা হতে দেয়া হবে না। এদেশের মানুষ তা হতে দেবে না। এদেশের মানুষ গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী।

Leave a Reply