সরকারের লোকেরাই হিন্দুদের সম্পত্তি দখল করেছে
সরকারের লোকেরাই হিন্দুদের সম্পত্তি দখল করেছে
সরকারের লোকেরাই হিন্দুদের সম্পত্তি দখল করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার বনানীস্থ পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বরগুনা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারের উদ্দেশে এরশাদ বলেন, হিন্দুদের সম্পত্তি দখল হচ্ছে। হিন্দুদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন। তাদের জমি দখল হচ্ছে। প্রতিবাদ করার জায়গা নেই। নালিশ করার জায়গা নেই। কারণ সবাই সরকারের পক্ষের। এভাবে দেশ চলতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি বলেন, খবর কাগজকে বলা হয়- এটা লেখা যাবে না। আমরা এসব করি নাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করতাম। কোন টিভি বন্ধ করিনি। এখন টিভি বন্ধ করা হয়। খুলে দেয়া হয় না। জনগণের জবান বন্ধ করা হয়েছে। আজ মিডিয়া জনগণের কথা বলতে পারে না।
এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। জানি না কবে নির্বাচন হবে। মনে হয় ২০১৯ সালে হতে পারে। সামনে জাতীয় পার্টি নির্বাচনে অন্তত ১৫১ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে চায়। সরকার মানুষ হত্যা করছে- এমন অভিযোগ করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, প্রতিদিন মানুষ মরছে। কারা মারছে তা জনগণ জানলেও ভয়ে কেউ মুখ খুলে না। আমি যখন ক্ষমতায় ছিলাম তখন একটিও বিচারবহির্ভূত হত্যা হয়নি। আমি কোন এলিট ফোর্স গঠন করিনি। আমার হাতে রক্তের দাগ নেই। তিনি আরও বলেন, যেভাবে এখন দেশ চলছে-এভাবে চলতে পারে না। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। নারী-শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। মায়ের গর্ভের শিশুও এখন নিরাপদ নয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাফরুল হাসান ফরহাদ, শাজাহান মানসুর সহ বরগুনা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এম.এ হান্নান এমপি, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, ভাইস চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় জাফরুল হাসান ফরহাদকে আহ্বায়ক করে ১১১ সদস্যবিশিষ্ট বরগুনা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলা সম্মেলন আয়োজন করবে।