সরকারের মেয়াদ আছে মাত্র ২০ দিন

05/10/2013 6:16 pmViews: 8

20-days-left[1]আগামী নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দুপুরে পবিত্র ঈদুল-আযহাকে সামনে রেখে মহাসড়কের পাশে যাতে কোন পশুর হাট না বসতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে মন্ত্রী সরজমিন পরিদর্শন করেন বাইপাইল-আবদুল্লাহপুর, নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-আরিচা মহাসড়ক। সাভার ও আশুলিয়ায় বিভিন্ন সড়ক ও মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু নেই আন্দোলনের হুংকার দিলেও বিরোধী দল আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এভাবেই দ্বৈত নীতি গ্রহণ করেছে বিরোধী দল। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের চাইতেও বিরোধী দল এগিয়ে রয়েছে বলেও জানান তিনি। এ সময় সাভারে মহাসড়কের পাশে গরুর হাট বসানোর প্রস্তুতি দেখে ঢাকা সড়ক বিভাগের কল্যাণপুরের বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। বিরোধী দলের প্রতি উদ্দেশ্য করে মন্ত্রী বলেন হুংকার আর হুমকি দিয়ে কোন লাভ নেই। কারণ সরকারের মেয়াদ আছে মাত্র ২০ দিন। ক্ষমতায় যেতে নির্বাচনের কোন বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন,বর্তমান সরকারের আমলে বিরোধী দল আগামী নির্বাচনে অংশ নেবে না বলে যে ঘোষণা দিয়েছে তাই শেষ কথা নয়। বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার প্রমান দলীয় চেয়ারপার্সনের বিভিন্ন সভা সমাবেশে ডিজিটাল ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। তিনি বলেন জনগণ এখন নির্বাচনমুখী। তাই গণতন্ত্রকে বিপদগ্রস্ত না করে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে আগামী নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। –

Leave a Reply