‘সরকারের ব্যর্থতায় তিস্তাচুক্তি হয়নি’
‘সরকারের ব্যর্থতায় তিস্তাচুক্তি হয়নি’
সরকারের ব্যর্থতায় তিস্তাচুক্তি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বলেছেন, সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে। কিন্তু তিস্তাচুক্তি করতে পারেনি। নিঃসন্দেহে এটি সরকারের ব্যর্থতা এবং জাতি হিসাবে আমরা আশাহত হয়েছি। আজ দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়ে রিপন বলেন, বিএনপির শীর্ষ নেতারা কারাগারে চিকিৎসা বঞ্চিত অবস্থায় অত্যন্ত কষ্টে আছেন। এদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলো একজন রাজনীতিবীদের জন্য সামঞ্জস্য নয়। আসন্ন রমজানের আগে দলের সকল শীর্ষ নেতাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মুক্তি দাবি করেন। নেতাদের মুক্তি দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মোদির সফর নিয়ে বিএনপির মূল্যায়ণ জানতে চাইলে দলটির এই মুখপাত্র বলেন, আমরা দেখেছি সরকারের সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে। কিন্তু তাতে কি আছে তা আমরাও জানি না। সাধারণ মানুষও জানে না। আশা করি সরকার এগুলো প্রকাশ করবে। তখন আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো। আর মোদির সফর সফল না ব্যর্থ এটা এক কথায় বলার বিষয় নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ আমরা পছন্দ করি না। বিএনপি অভিযোগ ও নালিশের রাজনীতিও করে না। তবে বাংলাদেশে ভোট ও নির্বাচনের নামে যে তামাশা হয় তা গণতান্ত্রিক দেশ হিসাবে তাদের (ভারত) জানা উচিত। রিপন বলেন, সরকার বলেছেÑ সন্ত্রাসের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স দেখাবে। বিএনপিও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে চায়। বিএনপি জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাস করে। তিনি দাবি করেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। তারা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায়। অন্যভাবে ক্ষমতায় আসতে চায় না। সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।