সরকারের ছত্রছায়ায় কার্যালয় দখলের চেষ্টা: রিজভী

রিজভী বলেন, ‘সরকার ও সরকারি দলের ছত্রছায়ায় নাম-পরিচয়, গোত্রহীন উচ্ছিষ্ট কিছু ভাড়াটিয়া টোকাই বিএনপির মতো একটি বৃহৎ দলের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা চালিয়েছিল।’
তিনি বলেন, কারচুপির পৌর নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতেই সরকার পুলিশের সহায়তায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
রুহুল কবির রিজভী উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন রেখে বলেন, আপানারা কি কেউ এদের নাম জানেন, প্রকৃত বিএনপি নামে নাকি একটি রাজনৈতিক দল আছে? আমরা দুপুরের পর থেকে এ ধরনের হামলার একটি খবর পেয়ে পুলিশকে অবহিত করি। পুলিশ তাতে কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশি পাহারায় তারা হামলা চালিয়েছে।
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, এই ধরনের ঘটনা শুধু অনভিপ্রেতই নয়, সরকারি নীলনকশার অংশ।
হামলায় সাংবাদিকসহ ছাত্রদল ও যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রায় ১৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার বিকাল ৪টার দিকে ‘আসল বিএনপি’র দাবিদার কামরুল হাসান নাসিমের নেতৃত্বে দেড় শতাধিক লোক ফকিরাপুল মোড় থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় দখলের হুমকি দেয়।
এ সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। ছাত্রদলের কর্মীদের হাতে মার খেয়ে দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করেন কামরুল হাসান নাসিম।