সরকারি ব্যাংক কমানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি
প্রতিবেদক : মূলধন সঙ্কটে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
দেশে বর্তমানে বাণিজ্যিক ও বিশেষায়িত মিলিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা নয়টি। বাণিজ্যিক ব্যাংকগুলো হল- সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক।
ভবিষ্যতে মুনাফা অর্জনের সম্ভাবনা না থাকলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর লোকসানী শাখাগুলোকে বন্ধ করার সুপারিশও করেছে সংসদীয় কমিটি। তবে এর আগে শাখাগুলোকে লাভজনক করতে বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোকসানী শাখাগুলো বন্ধের সুপারিশও করা হয়েছে বলে বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।
সংসদীয় কমিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করে কার্যক্রম পরিচালনা এবং ক্রমান্বয়ে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার সুপারিশ করেছে বলে তিনি জানান।
মুস্তফা কামাল বলেন, কিছুদিন পরপরই ব্যাংকগুলো সরকারের কাছে টাকা চায়। নতুন করে টাকা দেয়ার মানেই হচ্ছে আগেরটার আশা শেষ। এটা অর্থনীতির রক্তক্ষরণ। এটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, কিছু শাখা ক্রমাগত লোকসান করছে। বাংলাদেশ ব্যাংককে এগুলো তদারক করে লাভজনক করার উপায় খুঁজে বের করার পরামর্শ দেয়া হয়েছে।
কামাল বলেন, যদি কোনোভাবেই লাভজনক করা না যায় তবে সেগুলো বন্ধ করে দেয়ার সুপারিশ করা হয়েছে। ওই শাখাগুলোর জনবলকে কেন্দ্রীয়ভাবে আত্মীকরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নতুন শাখা না খোলার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান মুস্তফা কামাল। সেই সঙ্গে কোনো এলাকায় রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখার থাকলে সেখানে অন্য ব্যাংকের নতুন শাখা খোলার অনুমতি না দেয়ার সুপারিশও করা হয়।
কমিটির কার্যপত্রে দেখা যায়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৬৩ কোটি টাকা। এর মধ্যে সোনালীর ৪ হাজার ৫৪৪ কোটি, জনতার ১ হাজার ৬২৩ কোটি, অগ্রণীর ২ হাজার ৪৮১ কোটি এবং রূপালীর ৪১৫ কোটি টাকা।
মুস্তফা কামালের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য মো. আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, ফরিদা রহমান ও সিমিন হোসেন রিমি অংশ নেন