সরকারি কলেজগুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে
সরকারি কলেজগুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে
বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদে সরকারি কলেজগুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। রবিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। এতে কলেজগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না।
অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল এবং অন্যান্য শিক্ষকের পদমর্যাদা উন্নীতকরণের দাবিতে সারাদেশের ৩০৫টি সরকারি কলেজ, শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরে এই কর্মবিরতি চলছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মবিরতির কারণে দুই দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শনিবার ও রবিবারের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।