সরকারকে ঈদ পর্যন্ত আল্টিমেটাম সাংবাদিকদের

24/09/2013 9:19 pmViews: 14
image_64344নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনি হত্যাকারিদের গ্রেপ্তার এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়া না হলে ঈদের পরে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজী।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এই কথা বলেন।
রুহুল আমীন গাজী বলেন, আমরা গণতন্ত্র ও মিডিয়া বিরোধী এই সরকারকে ঘৃণা ভরে প্রত্যাখান করছি। ঈদের পর এই সরকারের বিরুদ্ধে সাংবাদিক জনতা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেবেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।
তিনি অভিযোগ করে বলেন, সরকার বিনা কারণে মাহমুদুর রহমানকে বন্দি করে রেখেছে এবং বিচার বিভাগ, পুলিশ প্রসাশনকে দলীয়করণ করেছে। তিনি পুলিশ প্রসাশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
বাংলাদেশ ফেডােিরল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জালিম সরকার এদেশের গণমাধ্যমের ্্টুটি চেপে ধরেছে। স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছে। আমরা এই সংশোধনী মানিনা। দেশের ৯০ ভাগ মানুষ এই সংশোধনীর বিপক্ষে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, আজ দেশের গণতন্ত্র ও গণমাধ্যম অবরুদ্ধ। সরকার দেশে বাকশাল কায়েম করে ক্ষমতায় থাকতে চায়।
তিনি বলেন, এই সরকার দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে। এই সরকারের হাত থেকে গণতন্ত্র ও গণমাধ্যমকে মুক্ত করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমার দেশ ইউনিটি চিফ বাসির জামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সভাপতি আবদুস শহীদ, বিদায়ী সাধারণ সম্পাদক বাকের হুসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

Leave a Reply