সম্মিলিত প্রচেষ্টায় দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি
প্রশাসনের সবগুলো সংস্থার সর্বোচ্চ তৎপরতা ও দেশের জনগণের সচেতনতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাছান মাহমুদ খন্দকার।
রবিবার বিকালে নারায়ণগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি আল-কায়েদার প্রকাশিত ভিডিও বার্তা সম্পর্কে তিনি জানান, আল-কায়েদা প্রেরিত ভিডিও বার্তাটি যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি। আর ভিডিও বার্তায় দেয়া আল-কায়েদার একটি টিম বাংলাদেশ এসেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এর আগে আইজিপি জেলা পুলিশ ভবনে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত আইসিটি ও সিসি ক্যামেরা কন্ট্রোল রুম উদ্বোধন করেন। পরে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ আয়োজিত শহরের মাসাদাইর এলাকার পুলিশ লাইনস মাঠে পুলিশের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হন।
সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, রাজনৈতিক সহিংসতা দমন করতে গিয়ে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে চমর আত্মত্যাগের পরিচয় দিয়েছে। নিজের জীবন বাজি রেখে দেশপ্রেম ও জনগণের জানমাল রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শিশু, কিশোর স্কুল ছাত্র হত্যা ও অপহরণ প্রসঙ্গে আইজিপি বলেন, এটি একটি পুরনো প্রক্রিয়া। এটি অবহিত রয়েছি। প্রত্যেকটি স্থানে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। কোনও অভিযোগ থাকলে আমাদের জানাবেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ ঢাকা রেঞ্জের ডিআজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।