সমুদ্র সম্পদ আহরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন
সমুদ্র সম্পদ আহরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন
সমুদ্র সম্পদ আহরণ ও সংরক্ষণে বংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চীন। এমনটাই জানিয়েছেন ঢাকা সফররত চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেং। বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান তিনি। প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম, অতিরিক্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমান ও বিভিন্ন কর্মকর্তারা। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংও বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে নিউ এরিয়া অব মেরিটাইম কো-অপারেশন এন্ড রিসোর্চ ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনায় হয়েছে। এছাড়া চীন প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ নিয়েও কথা হয়েছে। বৈঠক সূত্র আরো জানায়, বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে চীনের সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে।