সমাবেশ শেষে গাড়িতে আগুন, বোমা নিক্ষেপ

25/10/2013 2:53 pmViews: 15

Bus-Fire-Dhaka প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভা শেষে ফিরে যাওয়ার সময় রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, কাটাবন, সেগুনবাগিচায় হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে ফার্মগেটের হোটেল সুপারস্টারের সামনের সড়কে মিরপুরগামী ইটিসি ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশের তেজগাঁও এলাকার ট্রাফিক পরিদর্শক (টিআই) ফায়েজুর রহমান বলেন, ১৮ দলের নেতাকর্মীরা সমাবেশ থেকে ফেরার পথে বাসটিতে আগুন দিতে পারেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, সেগুনবাগিচা কাঁচাবাজারের কাছে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, ওয়াসা ভবনের সামনে একটি যাত্রীবাহী বাস থামলে কয়েকজন যুবক সেটিতে আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রী ও আশেপাশের মানুষের সহায়তায় তাত্ক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি মিছিল আসতে দেখি। ওই মিছিল থেকে জামায়াত-শিবিরের পক্ষে স্লোগান দেয়া হচ্ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি নিক্ষেপ করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

ডিসি (ট্রাফিক-নর্থ) রুহুল আমিন জানিয়েছেন, একটি মিছিল থেকে মত্স্য ভবনের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

শাহবাগ মোড়েও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওভার ব্রিজের উপর থেকে কয়েকজন যুবক ফাঁকাস্থানে দুটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এছাড়া মত্স্য ভবনের সামনে এবং কাটাবনেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এদিকে সমাবেশে যোগ দেওয়ার পথে মিছিল থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বরে একটি বাস ভাঙচুর এবং সেগুনবাগিচায় একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

Leave a Reply