সমাবেশ করবোই, নিষেধাজ্ঞা তুলে নিন: ১৮ দলীয় জোট

23/10/2013 10:17 amViews: 7

1363514509BNP-flag-big-18-dalপ্রতিবেদক : আগামী ২৫ অক্টোবর সমাবেশ করবোই, আপনারা সভা সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। সরকারের প্রতি এ আহবান জানিয়েছেন ১৮ দলীয় জোট।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর দেশের সকল জেলা ও উপজেলা সদরে এবং ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে বিকেল ২টায় সমাবেশ করবে ১৮ দলীয় জোট। ওই সমাবেশে জোট নেত্রী খালেদা জিয়া বক্তব্য রাখবেন।

ফখরুল বলেন, ১৮ দলীয় জোট মনে করে সভা সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা জারি করা সংবিধান ও মৌলিক অধিকার বিরোধী এবং গণতন্ত্র পরিপন্থী। আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। শন্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে।

বিএনপি এই নেতা অভিযোগ করে বলেন, সারাদেশে পুলিশ গণগ্রেফতার শুরু করেছে। কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মাদ্রাসা ও ছাত্রাবাসে তল্লাশির নামে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানি বন্ধ করার আহবান জানিয়ে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভোটের অধিকার জন্য আমরা এই আন্দোলন করছি। এই আন্দোলন স্তমিত করা যাবে না।

বৈঠকে ২১ অক্টোবর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিন্দা জানানো হয়। একইসঙ্গে চলবান সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূপরেখার ওপর পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ১৮ দলীয় জোট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, যারা বলে তারাই নাশকতা ঘটায়। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।

সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা সামরিক আইনের চেয়ে খারাপ কাজ করেছে সরকার বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

Leave a Reply