সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন আর নেই। বুধবার ভোর ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুর রহমান জানান, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে মাসখানেক ধরে ভারতের হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন প্রতিমন্ত্রী। কয়দিন আগে তার ফুসফুসে অস্ত্রোপচারও হয়।
ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ৪ বারের এ সংসদ সদস্য হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন।