সমাজকল্যাণমন্ত্রীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

16/09/2015 12:54 pmViews: 7
সমাজকল্যাণমন্ত্রীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণমন্ত্রীর নামাজের জানাজা হয়। সেখানে শ্রদ্ধা জানান তারা। এছাড়া সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ড. শিরীন শারমিন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ। এর পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর পর পৌনে ১১টায় যমুনা অ্যম্বুলেন্সে করে তার মৃতদেহ পুরাতন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারযোগে মোলভীবাজারে নেয়া হবে।

দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে হযরত শাহ মোস্তফার (র.) মাজার সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সৈয়দ মহসিন আলীকে।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকালে আওয়ামী লীগ নেতার মরদেহ মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন মহসিন আলী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Leave a Reply